শিরোনাম
বরিশালে জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের নকল মুদ্রাবরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাল থেকে উপপরিচালকের লাশ উদ্ধারছাত্রলীগ নেতাকে জিম্মি করে চাঁদা দাবি, ধরা খেলেন ছাত্রদল পরিচয়ধারী ৩ জনবরিশাল-কুয়াকাটা মহাসড়কে ইউনিক পরিবহনের বাস পুকুরে, ছয় লেন সড়কের দাবিতে উত্তাল জনমতবরিশালে নকল প্রসাধনী বিক্রির সময় গ্রেফতার ৩, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডবরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ: মামলা তুলতে চাপ, ইউপি সদস্যের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগআন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশালমীরগঞ্জ ফেরিঘাটে ১৩০০ সরকারি বইসহ আটক ১পাকস্থলীর ক্যান্সারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু“গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিভাজিত দেখতে চাই না” — বরিশালে এ বি পার্টির ফুয়াদ

কীর্তনখোলায় তেলের ট্রলারে বি*স্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

কীর্তনখোলায় তেলের ট্রলারে বি*স্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

ক্রাইম জোন ২৪।। বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলভর্তি ট্রলারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে দুইজন মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সম্পদ আলী (২৮) এবং সোমবার সকালে রুবেল (২২) মারা যান।

এ ঘটনায় দগ্ধ মানিক (৩০) ও মান্না (২৫) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি রাতে তাদের ঢাকা পাঠানো হয়। প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রুবেলের শরীরের ৬৫ শতাংশ ও সম্পদ আলীর ৭৭ শতাংশ দগ্ধ হয়েছিল। মানিকের শরীরের ৬০ শতাংশ এবং মান্নার ৬৬ শতাংশ দগ্ধ হয়েছে। সবার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বরিশাল নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদীতে ট্রলার বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্রলারটি জ্বালানি তেলভর্তি ড্রাম নিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button