শিরোনাম

সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান পার্বত্য উপদেষ্টার

সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান পার্বত্য উপদেষ্টার

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সেবার মনোভাব ও সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে পরিষদের সদস্যদের পারস্পরিক বোঝাপড়া বাড়িয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রশাসনের সুশৃঙ্খল পরিচালনা নিশ্চিত করতে হবে এবং কোনো অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না।

তিনি পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কৃষি ও অর্থকরী ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দেন। স্বাবলম্বিতা বাড়ানোর জন্য তিন বছর মেয়াদি বাঁশ চাষসহ কৃষি যন্ত্রপাতি সংগ্রহ, পশুপালন, ফিশারিজ, মা ও শিশু স্বাস্থ্য এবং নারীদের কর্মসংস্থানের বিষয়ে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ছাত্রাবাস, শিশু সদন, হোস্টেল নির্মাণসহ ইঞ্জিনিয়ারিং ও নার্সিং কলেজ স্থাপনের পরিকল্পনার কথা জানান উপদেষ্টা।

খেলাধুলার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, খাগড়াছড়ির খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনের লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সহকারী একান্ত সচিব শুভাশিস চাকমাসহ জেলা পরিষদের সদস্যরা।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button