শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

জাবিতে ছাদ থেকে পড়ে ইন্টারনেট কর্মীর মৃত্যু, রহস্য ঘনীভূত

জাবিতে ছাদ থেকে পড়ে ইন্টারনেট কর্মীর মৃত্যু, রহস্য ঘনীভূত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মোশাররফ হোসেন হলে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম প্রীতম (২২)। তিনি মাদারীপুর জেলার বাসিন্দা এবং মাস্টারনেটের কর্মী ছিলেন।

সোমবার দিবাগত রাত ১টার দিকে মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হলের শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, নতুন স্থাপিত আনসার ক্যাম্পে ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করছিলেন প্রীতম। আনসার সদস্য রবিউল ইসলাম তাকে নিচতলায় রাউটার সংযোগ দেখিয়ে যান। পরে ছাদে গিয়ে তার টানতে গিয়ে হঠাৎ পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলিংয়ের ইট খসে পড়ার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। তবে শিক্ষার্থীদের অনেকে ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন।

এক শিক্ষার্থী জানান, স্বাভাবিকভাবে পড়ে গেলে দেয়ালের কাছাকাছি থাকার কথা, কিন্তু প্রীতম অন্তত ১০ ফুট দূরে চিৎ হয়ে পড়ে ছিলেন। এতে সন্দেহ তৈরি হয়েছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। ছাদের রেলিংয়ের ইট খসে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে।

সাভারের এনাম মেডিকেলের চিকিৎসক জানান, ইসিজি পরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে আনার প্রায় ৩০ মিনিট আগেই তিনি মারা গেছেন।

ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button