শিরোনাম

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন দায়বদ্ধ: নির্বাচন কমিশনার

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন দায়বদ্ধ: নির্বাচন কমিশনার

অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ঘোষণার ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজশাহীতে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “বর্তমান কমিশন একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। অপরপাশে রয়েছে সন্তানদের রক্ত। তাই একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশন দায়বদ্ধ।”

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় জেলা নির্বাচন কর্মকর্তা ও সুপারভাইজারদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন সংক্রান্ত মতবিনিময় করেন তিনি।

তিনি আরও বলেন, “এই কমিশনের দায়িত্ব হলো সত্যিকারের অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা। অতীতে ভোটের অধিকার হারানোর ঘটনা ঘটেছে, যা আমরা আর দেখতে চাই না।”

তিনি আরও জানান, “যারা এখনো ভোট দিতে পারেননি, তারাও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছেন। তাই সামান্য জটিলতার কারণে যেন কেউ ভোটার হওয়া থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।”

এর আগে, নির্বাচন কমিশন জানায়, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তারা।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button