মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের মিছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে


মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর কারওয়ানবাজার মোড় থেকে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা এই মিছিল শুরু করেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, কারওয়ানবাজার এলাকায় তাদের অবস্থান করতে না দেওয়ায় তারা মন্ত্রণালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করবেন এবং তাদের দাবি উপস্থাপন করবেন।
মিছিলের কারণে কারওয়ানবাজার, বাংলামোটর ও শাহবাগমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এর আগে, সকাল ৯টা থেকে তারা ৪টি দাবি নিয়ে কারওয়ানবাজারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তবে বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির পর আন্দোলনকারীদের ওই এলাকা ছাড়তে বাধ্য করা হয়।