শিরোনাম
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তারউত্তরাখণ্ডে ভুয়া সাধু-সন্ন্যাসী দমনে কোমর বেঁধে নেমেছে পুলিশ, গ্রেপ্তার ১৪ ‘ভুয়া বাবা’রাখাইনে আরাকান আর্মিকে তিন দিক থেকে আক্রমণ করছে জান্তানীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তারচাকরির আবেদনে কভার লেটারের ৭ গুরুত্ববিসিবির নির্বাচনে স্বার্থের সংঘাতের সুযোগ নেইসুইডেনে স্থায়ী বসবাসের সুযোগ, নতুন নিয়মে খরচ ও আবেদনের প্রক্রিয়াহামাসকে ‘চূড়ান্ত সতর্কবার্তা’ দিয়ে ট্রাম্প বললেন, গাজা চুক্তি ‘শিগগির’বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবিতে চলছে হরতাল, জেলা নির্বাচন অফিসে তালাযুক্তরাষ্ট্রকে ‘অর্ধেক শুল্ক ফেরত দিতে হবে’, কিন্তু কেন ও কখন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী

বিশ্বজুড়ে বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে টিকটক। অল্প সময়ের মধ্যে অসংখ্য ভিডিও দেখার সুযোগ থাকায় এটি ব্যবহারকারীদের কাছে হয়ে উঠেছে দারুণ আকর্ষণীয়। তবে একটার পর একটা ভিডিও দেখতে বারবার স্ক্রল করাটা অনেক সময় বিরক্তিকর বা কষ্টসাধ্য হতে পারে। বিশেষ করে, যখন আপনি আরাম করে ভিডিও উপভোগ করতে চান। এ সমস্যার সহজ সমাধান দিতে টিকটক নিয়ে এসেছে অটো স্ক্রল ফিচার।

এই ফিচারট চালু করলে ভিডিওগুলো নিজে থেকেই একটার পর একটা চলতে থাকবে, ব্যবহারকারীকে আর আলাদাভাবে স্ক্রিনে স্পর্শ করে স্ক্রল করার প্রয়োজন হবে না। এটি শুধু অভিজ্ঞতাকে আরও সাবলীল করে তোলে না, বরং ব্যবহারকারীর সময় বাঁচানোর দিক থেকেও বেশ কার্যকর।

টিকটকের অটো স্ক্রল চালু করবেন যেভাবে

১. অ্যান্ড্রয়েড বা আইওএসে টিকটক চালু করুন।

২. অ্যাপ চালু করলেই যেকোনো একটি ভিডিও চালু হবে।

৩. এবার যেকোনো ভিডিওর ওপর ট্যাপ করে চেপে ধরে রাখুন।

৪. এর ফলে নিচে একটি মেনু চালু হবে।

৫. মেনুতে ডানে স্ক্রল করলে ‘অটো স্ক্রল’ ফিচার পাওয়া যাবে।

৬. এই অপশনের ওপর ট্যাপ করলেও ফিচারটি চালু হয়ে যাবে।

ফিচারটি চালু হলে প্রতিটি ভিডিও শেষ হলে আরও একটি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।

ফিচারটি বন্ধ করবেন যেভাবে

ফিচারটি চালু থাকলে ভিডিওগুলোর ওপরে একটি ‘ঊর্ধ্বমুখী তীর’ চিহ্ন দেখা যাবে। এটি সার্চ বাটনের নিচে থাকে। এই ‘ঊর্ধ্বমুখী তীর’ চিহ্নের ওপর ট্যাপ করলে ফিচারটি বন্ধ হয়ে যাবে।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button