শিরোনাম
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তারউত্তরাখণ্ডে ভুয়া সাধু-সন্ন্যাসী দমনে কোমর বেঁধে নেমেছে পুলিশ, গ্রেপ্তার ১৪ ‘ভুয়া বাবা’রাখাইনে আরাকান আর্মিকে তিন দিক থেকে আক্রমণ করছে জান্তানীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তারচাকরির আবেদনে কভার লেটারের ৭ গুরুত্ববিসিবির নির্বাচনে স্বার্থের সংঘাতের সুযোগ নেইসুইডেনে স্থায়ী বসবাসের সুযোগ, নতুন নিয়মে খরচ ও আবেদনের প্রক্রিয়াহামাসকে ‘চূড়ান্ত সতর্কবার্তা’ দিয়ে ট্রাম্প বললেন, গাজা চুক্তি ‘শিগগির’বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবিতে চলছে হরতাল, জেলা নির্বাচন অফিসে তালাযুক্তরাষ্ট্রকে ‘অর্ধেক শুল্ক ফেরত দিতে হবে’, কিন্তু কেন ও কখন

শরৎকালে অ্যালোভেরা ব্যবহারের উপায়

শরৎকালে অ্যালোভেরা ব্যবহারের উপায়

শরৎকালে অ্যালোভেরা দিয়ে রূপচর্চা অত্যন্ত উপকারী। এ সময় আবহাওয়ার বদল ঘটে। দীর্ঘ বর্ষা ও গরমের পর ধীরে ধীরে আমরা শীত ঋতুর দিকে এগিয়ে যেতে থাকি। ফলে ত্বক শুষ্ক, রুক্ষ ও সংবেদনশীল হয়ে উঠতে শুরু করে। এ সময় ত্বকের যত্নে অ্যালোভেরা একটি আদর্শ প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে।

যেভাবে ব্যবহার করবেন

» অ্যালোভেরা ফেস প্যাক

  • তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে এক চিমটি হলুদ বা এক চা-চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বক উজ্জ্বল করবে। সেই সঙ্গে দূর করবে শুষ্কতা।

» অ্যালোভেরা আইস কিউব

  • শরৎকালে সকালে মুখ ধোয়ার পর একটি অ্যালোভেরা আইস কিউব মুখে হালকা করে ঘষে নিন। এটি ত্বক টোন্টড করবে, পোর্স ছোট করবে এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা বাড়াবে।

» প্রাকৃতিক ময়শ্চারাইজার

  • প্রতিদিন সকালে ও রাতে মুখে এবং গলায় তাজা অ্যালোভেরা জেল লাগিয়ে হালকা করে ম্যাসাজ করে শুকিয়ে নিন।

সতর্কতা

যাঁদের অ্যালোভেরায় অ্যালার্জি আছে, তাঁরা ব্যবহারের আগে হাতে পরীক্ষা করে নিন।

শরৎকালে ত্বকের যত্নে অ্যালোভেরা একটি কার্যকরী প্রাকৃতিক উপাদান। এটি ত্বক শীতল, আর্দ্র ও সুস্থ রাখতে সাহায্য করে। ফলে ঋতু পরিবর্তনের প্রভাব থেকে ত্বক রক্ষা করা যায়। সে জন্য এই শরতে আপনার রূপচর্চায় অ্যালোভেরাকে সঙ্গী করুন। উপকার তো পাবেনই, সঙ্গে পয়সাও বেঁচে যাবে কিছুটা।

সূত্র: হেলথ লাইন ও টাইমস অব ইন্ডিয়া


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button