শিরোনাম
অনুমোদিত হজ এজেন্সি ছাড়া টাকা লেনদেন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়েরপূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা, হবে মে-জুনেনিখোঁজের ১৪ ঘণ্টা পর ব্রিজের পাশে মিলল যুবকের লাশজমিতে উপুড় হয়ে পড়ে ছিল নারীর মরদেহছাত্র-জনতা হত্যা মামলায় জাবির সাবেক শিক্ষক গ্রেপ্তারটরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী চলচ্চিত্র ‘আগন্তুক’জাতীয় পার্টিকে ছাড়া সংস্কার ও নির্বাচন হবে না: শামীম হায়দার পাটোয়ারীসান্ত্বনার জয় পেতে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন কোথায়বিমান ভ্রমণে যেসব জিনিস বহন করা যাবে না৩১ হাজার টাকা বেতনে ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

বরিশালে বিএনপির দুই নেতার বাড়িতে হামলা, তদন্ত চলছে

বরিশালে বিএনপির দুই নেতার বাড়িতে হামলা, তদন্ত চলছে

বরিশালের নাজিরের পুল এলাকায় বিএনপির দুই নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান লিটু এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবরের বাড়িতে বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

সৈয়দ আকবর জানান, মোটরসাইকেলে আসা ২০-২৫ জনের একটি দল হেলমেট ও মুখোশ পরে তার বাড়ির দরজা-জানালায় লাঠি দিয়ে আঘাত করে ভাঙচুর চালায়। তিনি বাসায় না থাকায় বিষয়টি পরে জেনে থানা পুলিশকে জানান। তার মতে, বরিশাল মহানগর বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যে এই হামলা হয়েছে।

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক দাবি করেন, কোনো নেতার বাড়িতে হামলার ঘটনা সম্পর্কে তার জানা নেই। তিনি নাজিরের পুল এলাকার একটি ক্লাবে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে মারামারি ও ভাঙচুরের কথা শুনেছেন এবং বিষয়টি তদন্ত করবেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল নিশাদ জানান, সৈয়দ আকবর এবং লিটুর বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button