শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের পক্ষে এনামুল হাসান তাসনিমের স্পষ্ট বার্তাদক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’

বরিশালে বিএনপির দুই নেতার বাড়িতে হামলা, তদন্ত চলছে

বরিশালে বিএনপির দুই নেতার বাড়িতে হামলা, তদন্ত চলছে

বরিশালের নাজিরের পুল এলাকায় বিএনপির দুই নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান লিটু এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবরের বাড়িতে বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

সৈয়দ আকবর জানান, মোটরসাইকেলে আসা ২০-২৫ জনের একটি দল হেলমেট ও মুখোশ পরে তার বাড়ির দরজা-জানালায় লাঠি দিয়ে আঘাত করে ভাঙচুর চালায়। তিনি বাসায় না থাকায় বিষয়টি পরে জেনে থানা পুলিশকে জানান। তার মতে, বরিশাল মহানগর বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যে এই হামলা হয়েছে।

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক দাবি করেন, কোনো নেতার বাড়িতে হামলার ঘটনা সম্পর্কে তার জানা নেই। তিনি নাজিরের পুল এলাকার একটি ক্লাবে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে মারামারি ও ভাঙচুরের কথা শুনেছেন এবং বিষয়টি তদন্ত করবেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল নিশাদ জানান, সৈয়দ আকবর এবং লিটুর বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button