বরিশালের নাজিরের পুল এলাকায় বিএনপির দুই নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান লিটু এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবরের বাড়িতে বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
সৈয়দ আকবর জানান, মোটরসাইকেলে আসা ২০-২৫ জনের একটি দল হেলমেট ও মুখোশ পরে তার বাড়ির দরজা-জানালায় লাঠি দিয়ে আঘাত করে ভাঙচুর চালায়। তিনি বাসায় না থাকায় বিষয়টি পরে জেনে থানা পুলিশকে জানান। তার মতে, বরিশাল মহানগর বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যে এই হামলা হয়েছে।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক দাবি করেন, কোনো নেতার বাড়িতে হামলার ঘটনা সম্পর্কে তার জানা নেই। তিনি নাজিরের পুল এলাকার একটি ক্লাবে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে মারামারি ও ভাঙচুরের কথা শুনেছেন এবং বিষয়টি তদন্ত করবেন।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল নিশাদ জানান, সৈয়দ আকবর এবং লিটুর বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]