শিরোনাম
যে কারণে মহাকাশে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া পাঠাল মাস্কের স্পেসএক্সস্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতাবেসরকারি বাণিজ্যিক ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরিমোদি-ট্রাম্পের ‘ব্রোম্যান্সে’ ছেদ, ভারতের ওপর মার্কিন শুল্কের খড়্গ, এরপর কীশিশুকে নিয়ে বিমান ভ্রমণের আগে প্রস্তুতি‘দেহরক্ষী’ ও সুয়ারেজের নৈপুণ্যে মেসিবিহীন মায়ামির বড় জয়বিএনপি কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি: শাহজাহানঢাকায় বেড়েছে বায়ুদূষণ, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য সতর্কতাপাওয়ার গ্রিড কোম্পানিতে চাকরি, বেতন ১ লাখ ৪৫ হাজার টাকাপাওয়ার গ্রিড কোম্পানিতে চাকরি, বেতন ১ লাখ ৪৫ হাজার টাকা

সাফা কবিরের নতুন লক্ষ্য: বড় পর্দায় আসার প্রস্তুতি

সাফা কবিরের নতুন লক্ষ্য: বড় পর্দায় আসার প্রস্তুতি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ২০২৪ সালে নানামাত্রিক এক্সপেরিমেন্টাল কাজের মাধ্যমে আলোচনায় ছিলেন। সাফল্যের ধারাবাহিকতায় সিজেএফবি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ক্রিটিকস অ্যাক্টর’ ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।

নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে কাজ শুরু করার কথা জানালেন সাফা। বিশেষত গল্পপ্রধান নাটক এবং সিনেমায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সাফা কবিরের নতুন লক্ষ্য: বড় পর্দায় আসার প্রস্তুতি

সাফা কবির বলেন, “সিনেমায় আসার ইচ্ছা আমার অনেক আগে থেকেই। তবে ভালো গল্প ও চরিত্র পাইনি। এছাড়া পরিচালকদেরও তেমন ডাক পাইনি। এবার সবকিছু মিললে সিনেমায় কাজ করার পরিকল্পনা রয়েছে। আমাদের দেশে এখন ভালো মানের সিনেমা তৈরি হচ্ছে, যা আমাকে বড় পর্দায় কাজ করতে অনুপ্রাণিত করছে।”

গত বছর সাফাকে ‘টিকিট’ নামে একটি ওটিটি কনটেন্টসহ ‘সুপার ওয়াইফ’, ‘ফিদা’, ‘অনন্ত প্রেম’, ‘জাদুর শহর’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘লাভ বাজ’, ‘প্রথম প্রেম’ এবং ‘একটু আধটু প্রেম’ শীর্ষক নাটকে দেখা গেছে। চলতি বছরও গল্পপ্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে আসার পরিকল্পনা তার।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button