শিরোনাম

অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষুব্ধ রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ বুধবার সকাল থেকে তারা বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করছে। ১০ মিনিটের জন্য অবরোধ করে রাখে রাজধানী সাইন্সল্যাব মোড়। এতে মিরপুর সড়কে যানজট দেখা দেয়।‎

‎আজ সকাল ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল বের করে মিরপুর সড়কে ১১টা ৩৩ থেকে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত যান চলাচল বন্ধ করে শিক্ষার্থীরা। পরে ‘স্বল্পমাত্রার অবরোধ’ চালিয়ে যায় শিক্ষার্থীরা। একই কর্মসূচি থেকে আজ নীলক্ষেত মোড়ও স্বল্প সময়ের জন্য অবরোধ করার কথা রয়েছে। ‎

ঢাকা কলেজের মূল ফটকে সকাল ১০টার পর থেকেই জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। আয়োজকদের ভাষ্য, শুরুতে উপস্থিতি ছিল ১৮০ থেকে ২০০ শিক্ষার্থী। পরে তাদের নিয়ে ১১টার দিকে মিছিল শুরু হয় কলেজ প্রাঙ্গণ থেকে। অবস্থান চলাকালে শিক্ষার্থীরা অধ্যাদেশের দাবিতে স্লোগানে দিতে থাকে। ‎

‎শিক্ষার্থীরা বলছে, দীর্ঘদিন ধরে ‘সাত কলেজ’ নামে এক অবমাননাকর কাঠামোর অধীনে তারা পড়াশোনা করছে। ‘অধিভুক্তি’ শব্দটি তাদের আত্মপরিচয়ে আঘাত করেছে। তাই সরকারের ঘোষণামাফিক নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। ‎

‎প্রসঙ্গত, গত ২৬ মার্চ রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নতুন নাম দেয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাতটি কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button