ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ২০২৪ সালে নানামাত্রিক এক্সপেরিমেন্টাল কাজের মাধ্যমে আলোচনায় ছিলেন। সাফল্যের ধারাবাহিকতায় সিজেএফবি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ক্রিটিকস অ্যাক্টর’ ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।
নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে কাজ শুরু করার কথা জানালেন সাফা। বিশেষত গল্পপ্রধান নাটক এবং সিনেমায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সাফা কবির বলেন, "সিনেমায় আসার ইচ্ছা আমার অনেক আগে থেকেই। তবে ভালো গল্প ও চরিত্র পাইনি। এছাড়া পরিচালকদেরও তেমন ডাক পাইনি। এবার সবকিছু মিললে সিনেমায় কাজ করার পরিকল্পনা রয়েছে। আমাদের দেশে এখন ভালো মানের সিনেমা তৈরি হচ্ছে, যা আমাকে বড় পর্দায় কাজ করতে অনুপ্রাণিত করছে।"
গত বছর সাফাকে ‘টিকিট’ নামে একটি ওটিটি কনটেন্টসহ ‘সুপার ওয়াইফ’, ‘ফিদা’, ‘অনন্ত প্রেম’, ‘জাদুর শহর’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘লাভ বাজ’, ‘প্রথম প্রেম’ এবং ‘একটু আধটু প্রেম’ শীর্ষক নাটকে দেখা গেছে। চলতি বছরও গল্পপ্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে আসার পরিকল্পনা তার।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]