শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

সেনাবাহিনী জাতির অহংকার: ড. মুহাম্মদ ইউনূস

সেনাবাহিনী জাতির অহংকার: ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং বিশ্বাসের প্রতীক। দেশের সার্বভৌমত্ব, সম্মান ও গৌরব রক্ষায় সেনাবাহিনীর যুদ্ধ কৌশল ও দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়।

রবিবার রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে সাফল্যের জন্য আভিযানিক দক্ষতা, সাহসিকতা এবং পেশাদারিত্ব অর্জন জরুরি। সেনাবাহিনীর সদস্যদের বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি।

অনুশীলনে ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা অত্যাধুনিক ট্যাংক, এপিসি, কামানসহ বিভিন্ন সমরাস্ত্র নিয়ে সফলভাবে ম্যানুভার অনুশীলন সম্পন্ন করেন। মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো গ্রুপও অংশগ্রহণ করে।

ড. ইউনূস বলেন, সেনাবাহিনীকে দেশের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে, যাতে সার্বক্ষণিক প্রস্তুতি বজায় থাকে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button