অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং বিশ্বাসের প্রতীক। দেশের সার্বভৌমত্ব, সম্মান ও গৌরব রক্ষায় সেনাবাহিনীর যুদ্ধ কৌশল ও দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়।
রবিবার রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে সাফল্যের জন্য আভিযানিক দক্ষতা, সাহসিকতা এবং পেশাদারিত্ব অর্জন জরুরি। সেনাবাহিনীর সদস্যদের বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি।
অনুশীলনে ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা অত্যাধুনিক ট্যাংক, এপিসি, কামানসহ বিভিন্ন সমরাস্ত্র নিয়ে সফলভাবে ম্যানুভার অনুশীলন সম্পন্ন করেন। মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো গ্রুপও অংশগ্রহণ করে।
ড. ইউনূস বলেন, সেনাবাহিনীকে দেশের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে, যাতে সার্বক্ষণিক প্রস্তুতি বজায় থাকে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]