দুই মাসে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৮ লাখ


গত দুই মাসে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত ২১৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫৯ হাজার ৯৫৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একই সময়ে ৪৩৮ প্রতিষ্ঠানকে ২৮ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়।
শনিবার রাজধানীর হাতিরপুল ও পলাশী কাঁচাবাজারে পলিথিন ব্যবহার রোধে পরিচালিত মনিটরিং কার্যক্রম শেষে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।
তপন কুমার বিশ্বাস বলেন, পরিবেশ দূষণের জন্য পলিথিনের ব্যবহার মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এটি নদী-খালের প্রবাহ বাধাগ্রস্ত করার পাশাপাশি মাটির উর্বরতাও নষ্ট করছে। অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিকল্প ব্যাগ ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বাজারে গেলে পাট, কাপড় বা মোমপালিশ করা কাগজের ব্যাগ ব্যবহারে অভ্যাস গড়ে তুলতে হবে। পলিথিন বন্ধে সফল হতে সবার সহযোগিতা প্রয়োজন।
মনিটরিং কার্যক্রমে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতরের কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনী এবং বাজার কমিটির প্রতিনিধিরা অংশ নেন। দোকানিদের পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।