শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

দুই মাসে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৮ লাখ

দুই মাসে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৮ লাখ

গত দুই মাসে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত ২১৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫৯ হাজার ৯৫৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একই সময়ে ৪৩৮ প্রতিষ্ঠানকে ২৮ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়।

শনিবার রাজধানীর হাতিরপুল ও পলাশী কাঁচাবাজারে পলিথিন ব্যবহার রোধে পরিচালিত মনিটরিং কার্যক্রম শেষে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।

দুই মাসে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৮ লাখ

তপন কুমার বিশ্বাস বলেন, পরিবেশ দূষণের জন্য পলিথিনের ব্যবহার মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এটি নদী-খালের প্রবাহ বাধাগ্রস্ত করার পাশাপাশি মাটির উর্বরতাও নষ্ট করছে। অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিকল্প ব্যাগ ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বাজারে গেলে পাট, কাপড় বা মোমপালিশ করা কাগজের ব্যাগ ব্যবহারে অভ্যাস গড়ে তুলতে হবে। পলিথিন বন্ধে সফল হতে সবার সহযোগিতা প্রয়োজন।

মনিটরিং কার্যক্রমে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতরের কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনী এবং বাজার কমিটির প্রতিনিধিরা অংশ নেন। দোকানিদের পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button