বরিশালে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ: ২২ লাখ টাকা ফেরত না দিয়ে ক্ষমতার প্রভাব বিস্তার করছেন সাবেক এমপির ছোট ভাই


ক্রাইম জোন ২৪: ভাইয়ের অভিযোগ: ‘ছোট ভাই ২২ লাখ ৮৬ হাজার টাকা ফেরত দিচ্ছে না, ক্ষমতার প্রভাব বিস্তার করছে’বরিশাল-৪ আসনের সাবেক এমপি পঙ্কজ নাথের ছোট ভাই, মো. রিয়াজ তালুকদারের বিরুদ্ধে ২২ লাখ ৮৬ হাজার টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন তার বড় ভাই মো. গোলাম মোস্তফা তালুকদার। শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল রিপোটার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা দাবি করেন, ২০১৯ সালে ব্যবসায়িক প্রয়োজনে তিনি ছোট ভাই রিয়াজকে টাকা ধার দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে টাকা ফেরত চাইলে নানা অজুহাতে তাকে এড়িয়ে যান।গোলাম মোস্তফার অভিযোগ, পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও রিয়াজ তালুকদার তার আ.লীগের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বড় ভাইকে হুমকি-ধমকি ও হয়রানী করতে শুরু করেন। এ ছাড়া, রিয়াজ তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছেন, যা সঠিক নয়।গোলাম মোস্তফা বলেন, “আমি কোনো অপরাধী নই, আমার নামে কোনো মামলা নেই, কিন্তু আমার ভাই ক্ষমতার অপব্যবহার করে আমাকে শিকার বানানোর চেষ্টা করছে।”
তিনি জানান, তিনি তার ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং টাকা ফেরত পাওয়ার জন্য আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা ও রিয়াজ তালুকদারের বাবা-মা, মো. সামচুল হক তালুকদার ও রোকেয়া বেগম পারুল। তারা উভয়ে ভাইদের মধ্যে অর্থের লেনদেন নিয়ে চলমান এই বিরোধের কথা স্বীকার করেছেন এবং দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন।এ ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং ভাইদের মধ্যে এই পারিবারিক দ্বন্দ্ব এখন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে।