টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে ‘হাঙর নদী গ্রেনেড’ প্রদর্শন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ প্রদর্শন করা হয়েছে। আজ ৬ আগস্ট (বুধবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টিএসসির পায়রা চত্বরে চলচ্চিত্রটি প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত চাষী নজরুল ইসলাম পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের ভয়াবহতা ও সংগ্রামের ইতিহাস ফুটিয়ে তোলে।

চলচ্চিত্র প্রদর্শনী দেখতে শতাধিক দর্শক টিএসসির খোলা আকাশের নিচে জড়ো হন। মুক্তিযুদ্ধের ত্যাগ, আতঙ্ক ও মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরায় উপস্থিত দর্শকরা গভীর আবেগে নিমগ্ন ছিলেন।
আয়োজকেরা জানান, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের স্মৃতি, বেদনা ও গৌরবকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। তাঁরা আরও বলেন, বাংলার মুক্তিসংগ্রামের বিপক্ষে অবস্থানকারীরা আজও মানুষের মনে অবাঞ্ছিত, তাই ইতিহাস জানাতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
গত ৫ আগস্ট (মঙ্গলবার) টিএসসিতে ইসলামী ছাত্রশিবির চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। এর প্রতিবাদে ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ একাধিক ছাত্র সংগঠন প্রতিবাদ ও নিন্দা জানায়।
টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও বিভিন্নভাবে এর প্রতিবাদ জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন, সাংস্কৃতিক সংসদ, ব্যান্ড সোসাইটিসহ একাধিক সংগঠন রাজাকারদের ছবি প্রদর্শনের প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।