শিরোনাম

প্রয়াত হাসান আরিফের ছেলেকে মা–বোনের আইনি নোটিশ

প্রয়াত হাসান আরিফের ছেলেকে মা–বোনের আইনি নোটিশ

সাবেক তত্ত্বাবধায়ক ও বর্তমান অন্তবর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে আবু মোয়াজ আরিফকে আইনি নোটিশ দিয়েছেন তাঁর মা ও বোন। নোটিশে আবু মোয়াজের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, আর্থিক শোষণ, হুমকি এবং ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

আজ বুধবার মোয়াজের বোন বারিস্টার উম্মেহানী বিনতে আরিফ ও ৭৪ বছর বয়সী মা পারভীন আরিফের পক্ষ থেকে ব্যারিস্টার সাকিব মাহবুব এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, এ এফ হাসান আরিফের মৃত্যুর পর পারভীন আরিফ বারবার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন পুত্র মোয়াজের হাতে। তাকে জোরপূর্বক ঘরে আটকে রাখা, ব্যাংক হিসাব থেকে টাকা আদায়, ব্যক্তিগত অলঙ্কার আত্মসাৎ এবং আত্মীয়দের কাছ থেকেও অর্থ সংগ্রহে বাধ্য করার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার ফলে তিনি গভীর নিরাপত্তাহীনতায় ভুগে ছেলেকে না জানিয়ে বাসা থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নিতে বাধ্য হন। ব্যারিস্টার উম্মেহানীও হয়রানির শিকার হয়েছেন।

নোটিশে বলা হয়, আবু মোয়াজ আরিফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। যা পরিবারকে আরও গভীর উদ্বেগে ফেলেছে এবং তার আচরণ নিয়ন্ত্রণহীন ও অস্থির। নোটিশে মোয়াজকে অবিলম্বে সব ধরণের হুমকি, হয়রানি ও চাপপ্রযোগমূলক আচরণ থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রযোজনে ফৌজদারি ও দেওয়ানি মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button