শিরোনাম

সড়ক পরিবহন খাত সংস্কার ছাড়া দুর্ঘটনা রোধ সম্ভব নয়: যাত্রী কল্যাণ সমিতি

সড়ক পরিবহন খাত সংস্কার ছাড়া দুর্ঘটনা রোধ সম্ভব নয়: যাত্রী কল্যাণ সমিতি

সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন খাতের সর্বাত্মক সংস্কার প্রয়োজন। না হলে সড়কের বেপরোয়া হত্যাকাণ্ড থামানো সম্ভব নয়। এমনটি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ বুধবার (৬ আগস্ট) নোয়াখালীসহ সারাদেশে ঘটে যাওয়া দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই কথা বলেন।

তিনি অভিযোগ করেন, ২০১৮ সালে জনদাবির পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন আইন প্রণয়ন করা হলেও, মাফিয়াচক্রের চাপের কাছে নতিস্বীকার করে আগের সরকার আইনটি সঠিকভাবে প্রয়োগে ব্যর্থ হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের চাপে আইনকে দুর্বল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমতার পালাবদলে আগের মাফিয়ারা সরে গেলেও নতুনদের পদধ্বনি শোনা যাচ্ছে। আইনশৃঙ্খলার দুর্বলতায় প্রতিদিনই চলছে দুর্ঘটনার মহোৎসব— প্রতিদিন ২০ থেকে ৩০ জন প্রাণ হারাচ্ছেন, আহত হচ্ছেন শতাধিক, অনেকেই পঙ্গু হয়ে যাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় দায়ীদের বিচার হচ্ছে না, ক্ষতিগ্রস্ত পরিবাররা কোনো সহায়তা পাচ্ছে না—ফলে বহু নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার চরম দারিদ্র্যে নিপতিত হচ্ছে।

পরিবহন খাতে সুশাসন, আইনের যথাযথ প্রয়োগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করে অবিলম্বে পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন মোজাম্মেল হক চৌধুরী।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button