শিরোনাম

পাঠ্যপুস্তকে ভোটার তালিকা ও এনআইডি নিয়ে গল্প-কবিতা অন্তর্ভুক্তির উদ্যোগ ইসির

পাঠ্যপুস্তকে ভোটার তালিকা ও এনআইডি নিয়ে গল্প-কবিতা অন্তর্ভুক্তির উদ্যোগ ইসির

ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্বের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আজ বুধবার সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালককে আহ্বায়ক ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালককে (সঠিকতা যাচাইকরণ) সদস্যসচিব করা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে উল্লেখ করা হয়, ভোটার তালিকা ও এনআইডি নাগরিকের মৌলিক অধিকার ও পরিচয়ের দলিল। জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা পেতে এনআইডি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। বর্তমান প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ভোটার তালিকা ও এনআইডি সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এটি শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এ জন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে ভোটার তালিকা ও এনআইডির প্রাথমিক গুরুত্ব, নিবন্ধন প্রক্রিয়া এবং এর ব্যবহার সংক্রান্ত বিষয়বস্তু সংযুক্ত করা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়, এ বিষয়ে ওপর গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা, ছড়া ইত্যাদি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীরা সহজেই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে এবং বাস্তবজ্ঞান অর্জন করতে সক্ষম হবে।

কমিটির কার্য পরিধির মধ্যে উল্লেখ করা হয়েছে-ভোটার তালিকা ও এনআইডির গুরুত্বের বিষয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির জন্য ইসি সচিবালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর কাছে লেখা আহ্বান; প্রয়োজনে বৃহত্তর পরিসরে লেখক, কবি, সাহিত্যিক, ছড়াকার ও গবেষকদের কাছ থেকে এ বিষয়ে লেখা আহ্বান করার বিষয়টি বিবেচনায় রাখার সুযোগ রাখা। এ বিষয়ে ৩১ আগস্টের মধ্যে ইসির সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button