শিরোনাম
এক বছরেও সন্ধান মেলেনি শাহে আলমের, অসহায় পরিবারনিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিশোধ নিতে নামবে জিম্বাবুয়ে, খেলা দেখবেন কোথায়উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা, সচিবালয়ে কঠোর নিরাপত্তাবাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় কলকাতায় স্টেডিয়ামে প্রতিবাদী ব্যানার টাঙাল ইস্টবেঙ্গলের সমর্থকেরাযেসব আমলে সংসারে শান্তি আসেট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্রে আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে অ্যাপলরামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলগাজায় তীব্র রক্তসংকট, বাড়ছে ইসরায়েলি হামলা ও অনাহারে মৃত্যুর সংখ্যামাদারীপুরে ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুরলৌহজংয়ে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

৫০০ বিলিয়ন ডলার বাজার মূল্যায়নের পথে ওপেনএআই

৫০০ বিলিয়ন ডলার বাজার মূল্যায়নের পথে ওপেনএআই

শেয়ারের একটি নতুন বিক্রয় চুক্তি নিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির বাজারমূল্যায়ন ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়েছে—সম্ভাব্য এই চুক্তিটি সফল হলে, তা প্রতিষ্ঠানটির কর্মীদের জন্য শেয়ার বিক্রির সুযোগ করে দেবে এবং ওপেনএআই হয়ে উঠতে পারে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যক্তিমালিকানাধীন প্রযুক্তি প্রতিষ্ঠান। পেছনে ফেলে দিতে পারে ইলন মাস্কের স্পেসএক্সকেও, যার বর্তমান মূল্যায়ন ৪০০ বিলিয়ন ডলার।

তবে এই আলোচনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। একটি সূত্র জানিয়েছে, নিউইয়র্ক ভিত্তিক থ্রাইভ ক্যাপিটালসহ ওপেনএআই-এর সব বিনিয়োগকারী এই আলোচনায় অংশ নিচ্ছেন। যেহেতু ওপেনএআই শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, তাই এই বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির বর্তমান এবং সাবেক কর্মীরা সরাসরি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করতে পারবেন। চূড়ান্ত মূল্যায়ন নির্ভর করবে বিনিয়োগকারীদের আগ্রহের ওপর।

সূত্রমতে, প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি থেকে কর্মীদের লাভবান হওয়ার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নিচ্ছে ওপেনএআই।

সম্ভাব্য এই বিক্রয় এমন এক সময় সামনে এল, যখন বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিনিয়োগের জোয়ার চলছে। প্রকাশিত তথ্য বলছে—মেটা, মাইক্রোসফট, অ্যামাজন ও অ্যালফাবেট (গুগলের মূল কোম্পানি) এ বছরই এআই প্রকল্পে শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছে এবং ২০২৬ সালের মধ্যে তাদের সম্মিলিত বিনিয়োগ ৪০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নামক করছাড় পরিকল্পনা বাস্তবায়িত হলে বিনিয়োগ আরও বেড়ে যেতে পারে। কারণ এতে কোম্পানিগুলোকে প্রাথমিক বিনিয়োগের ক্ষেত্রে করছাড় দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের বড় বড় স্টার্টআপগুলো সাধারণত কর্মীদের ধরে রাখতে, তাদের পুরস্কৃত করতে এবং নতুন বিনিয়োগ টানতে এ ধরনের শেয়ার বিক্রির পথ গ্রহণ করে। ওপেনএআই বর্তমানে এআই গবেষণার অন্যতম প্রধান প্রতিষ্ঠান হলেও প্রতিদ্বন্দ্বিতাও বেড়ে চলেছে। ২০২২ সালের শেষ দিকে চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির বাৎসরিক সাবস্ক্রিপশন আয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১২ বিলিয়ন ডলারে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক এই বছর তাদের আয় চারগুণ বাড়িয়ে ৪ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।

প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সম্প্রতি ওপেনএআই মুক্ত করেছে নতুন ‘ওপেন ওয়েট’ মডেল। এটি ডেভেলপারদের কাস্টমাইজেশনের সুযোগ দেবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি এ মাসের শেষের দিকে বহু প্রতীক্ষিত জিপিটি-৫ মডেলও বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button