শিরোনাম
সাগরিকার গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশরাশিয়া থেকে কী পরিমাণ তেল কেনে ভারতখানসামায় দলীয় নেতার মৃত্যুতে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ তুঙ্গেকলেজ অধ্যক্ষের মামলায় পরীক্ষার্থীকে পিটিয়ে পুলিশে সোপর্দ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মডেল সানাইয়ের মামলা১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের ফ্লাইটসিলেটে পুকুরে ডুবে নারীর মৃত্যুঢাবিতে প্রক্টরিয়াল নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শিবিরের কর্মসূচি অব্যাহতবিজয় র‍্যালিতে ‘পলাতক আসামি’ বিএনপি নেতা, ‘চোখে পড়েনি’ পুলিশেরনড়াইলে শিশুকে হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র-গুলিসহ আটক করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। গতকাল মঙ্গলবার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বনদস্যু আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে শরবতখালী এলাকায় অবস্থান করছেন, এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালান।

অভিযানের সময় ডাকাতেরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭) নামের দুজনকে আটক করা হয়। তাঁরা খুলনার পাইকগাছা এলাকার বাসিন্দা।

সিয়াম-উল-হক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তাঁরা বনদস্যু আসাবুর বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহায়তা করে আসছিলেন।

সিয়াম-উল-হক জানান, আটক দুই বনদস্যু ও জব্দ করা সব আলামত খুলনার পাইকগাছা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button