শিরোনাম
খানসামায় দলীয় নেতার মৃত্যুতে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ তুঙ্গেকলেজ অধ্যক্ষের মামলায় পরীক্ষার্থীকে পিটিয়ে পুলিশে সোপর্দ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মডেল সানাইয়ের মামলা১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের ফ্লাইটসিলেটে পুকুরে ডুবে নারীর মৃত্যুঢাবিতে প্রক্টরিয়াল নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শিবিরের কর্মসূচি অব্যাহতবিজয় র‍্যালিতে ‘পলাতক আসামি’ বিএনপি নেতা, ‘চোখে পড়েনি’ পুলিশেরনড়াইলে শিশুকে হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ডজুলাইয়ের সেরা হওয়ার দৌড়ে ত্রিমুখী লড়াইহবিগঞ্জে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা ও বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে নিজ বাসা থেকে আটক করা হয়।

বুধবার (৬ আগস্ট) সকালে একটি বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

কামাল হোসেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য। ২০২১ সালের নভেম্বরে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মাসুম আহম্মেদকে পরাজিত করে জয়লাভ করেন কামাল হোসেন।

গত বছর ৫ আগস্টের পর বন্দর উপজেলার অধিকাংশ ইউপি চেয়ারম্যান পালিয়ে গেলেও তিনি নিজ বাড়িতে ছিলেন এবং কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী। তিনি বলেন, কামাল হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button