শিরোনাম

৯৯৭ পদের প্রবেশপত্র সংগ্রহ শেষ হচ্ছে আজ

৯৯৭ পদের প্রবেশপত্র সংগ্রহ শেষ হচ্ছে আজ

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসিএস) অন্তর্ভুক্ত ৮টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ চলছে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা বুধবার (৬ আগস্ট) পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। বিএসসিএসের পরিচালক মিজানুর রহমান আকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসারের (সাধারণ)’ ৯৯৭টি শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের ৬ আগস্টের মধ্যে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button