ভোলায় জেলা, সদর ও পৌর যুবদলের কমিটি গঠন


জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। মো. জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও মো. আব্দুল কাদের সেলিমকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সংগঠনের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর মধ্যে সিনিয়র সহসভাপতি একজন, সহসভাপতি ১২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯ জন, সহসাধারণ সম্পাদক ১৫ জন, সাংগঠনিক সম্পাদক একজন, সহসাংগঠনিক সম্পাদক আটজন এবং সদস্য করা হয়েছে পাঁচজনকে।
এ ছাড়া আব্দুল লতিফ টিটুকে আহ্বায়ক এবং মো. বেলাল হোসেনকে সদস্যসচিব করে যুবদলের ভোলা সদর থানা শাখার ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে, মো. রিয়াদ হাওলাদারকে আহ্বায়ক ও মো. সগির আহমেদকে সদস্যসচিব করে যুবদলের ভোলা সদর পৌর শাখার ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ভোলা জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের সেলিম গত সোমবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন লিটন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এর আগে ভোলা জেলা যুবদলের সুপার ভাইভ কমিটি ছিল। মঙ্গলবার (৫ আগস্ট) ১০১ সদস্যবিশিষ্ট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। এ ছাড়া যুবদলের ভোলা সদর থানা ও ভোলা সদর পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।