শিরোনাম

কাপাসিয়ায় বিএনপির আনন্দ মিছিলে যুবদল নেতার মৃত্যু

কাপাসিয়ায় বিএনপির আনন্দ মিছিলে যুবদল নেতার মৃত্যু

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির বিজয় মিছিলে স্ট্রোক করে (হৃদ্‌রোগ) যুবদল নেতা মোস্তাক আহমেদ (৪৫) মারা গেছেন। তিনি উপজেলার টোকনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু এবং সদস্যসচিব জুনায়েদ হোসেন লিয়ন জানান, উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা শুরুর আগে বেলা সাড়ে ১১টার দিকে যুবদল নেতা মোস্তাক আহমেদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যুবদল নেতা মোস্তাক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button