শিরোনাম
অন্তর্বর্তী সরকার বিপরীত পথে হাঁটছে: বজলুর রশিদরাজনৈতিক বিভেদ থাকলে দেশ অনিবার্যভাবে ওয়ান-ইলেভেনের দিকে যাবে: মঞ্জুএ সরকার কোনো বিপ্লবী সরকার নয়, এটি অলস সরকার: শিবির সভাপতিচীনে বেড়েছে চিকুনগুনিয়া সংক্রমণ, আক্রান্ত ৭ হাজারেরও বেশিএসএসসি পাসে মিনিস্টার হাই-টেক পার্কে চাকরি, নেবে ৪০ জনশহীদের কবর জিয়ারত করতে গিয়ে ফেনীতে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের হট্টগোলজোড়া গোলে রাঙালেন নেইমার, ফিরবেন কবে ব্রাজিল দলেমুরাদনগরে ট্রিপল মার্ডার: নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগবেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, ৪৫ বছরেও আবেদনের সুযোগবোয়িংয়ের যুদ্ধাস্ত্র কারখানার শ্রমিকদের ধর্মঘট

আম্পায়ারের সঙ্গে বাজে আচরণে কড়া শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

আম্পায়ারের সঙ্গে বাজে আচরণে কড়া শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

Ajker Patrika

আম্পায়ারের সঙ্গে বাজে আচরণে কড়া শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৪: ১৭

Photo

আইসিসির শাস্তি পেয়েছেন টিম ডেভিড। ছবি: সংগৃহীত

আম্পায়ারদের সঙ্গে ক্রিকেটারদের বাজে আচরণের ঘটনা নতুন কিছু না। প্রায়ই কোনো না কোনো ঘটনায় ক্রিকেটাররা অসন্তোষ প্রকাশ করেন আম্পায়ারের সিদ্ধান্তে। বাজে আচরণে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে শাস্তিও পেয়ে থাকেন।

অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিডকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একই সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ক্রিকেটের অভিভাবক সংস্থা আজ এক বিবৃতিতে ডেভিডের শাস্তির কথা নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটারের বিরুদ্ধে আইসিসি খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে এমন শাস্তির নিয়ম রয়েছে।

ডেভিড শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের এক ঘটনায়। সেন্ট কিটসে ২৮ জুলাই বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল অস্ট্রেলিয়া। পঞ্চম ওভারে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের একটি বল মোকাবিলা করার পর ডেভিড তাঁর দুই হাত প্রসারিত করেছিলেন। আম্পায়ারকে ওয়াইড দেওয়ার ইশারাই মূলত করেছিলেন ডেভিড। কারণ, ডেভিড মনে করেছিলেন বলটা লেগ সাইডের বাইরে দিয়ে চলে গিয়েছিল। সেই ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন লেসলি রাইফার, জাহিদ বাসারাথ। টিভি ও রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন ডেইটন বাটলার ও গ্রেগরি ব্র্যাথওয়েট।

কদিন আগে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরটা অস্ট্রেলিয়ার কেটেছে দুর্দান্ত। টেস্ট, টি-টোয়েন্টি মিলিয়ে ৮ ম্যাচের আটটিতেই জেতে অজিরা। যেখানে পঞ্চম টি-টোয়েন্টিতে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৩ ওভার হাতে রেখে ৩ উইকেটে জেতে। ডেভিড ১২ বলে ১ চার ও ৪ ছক্কায় করেন ৩০ রান। সেই ম্যাচে ৪ ওভারে ৪১ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন অজি পেসার বেন ডাওয়ারশুইস।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button