শিরোনাম

প্রাণিসম্পদ অধিদপ্তরের ৮ পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৭৬

প্রাণিসম্পদ অধিদপ্তরের ৮ পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৭৬

প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৬ গ্রেডভুক্ত ৮টি পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ২৭৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডা. মো. তারেক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো ড্রাইভার, ড্রাইভার ট্রাক্টর, মিল্ক ভ্যান ড্রাইভার, ট্রাক ড্রাইভার, ড্রাইভার ট্রলি, ড্রাইভার লরি, পিকআপ ড্রাইভার, পাম্প ড্রাইভার বা পাম্পচালক। গত ২৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত এসব পদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dls.gov.bd এবং job.dls.gov.bd) পাওয়া যাবে।

প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কোনো কারণে সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ সংশোধনের অধিকার সংরক্ষণ করে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকায় যথাসময়ে প্রকাশ করা হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button