উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ব্যবহারিক পরীক্ষার সূচি


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভুক্ত একটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একই সঙ্গে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৬ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হবে।
শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (ব্যক্তি প্রশাসন) মো. মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একটি পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
এর আগে, গত ২৫ জুলাই পদটির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা গত ৩১ জুলাই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ৬, ৭ ও ১০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরীক্ষা হলে সকাল ৮টা ১৫ মিনিট থেকে শুরু হবে।