শিরোনাম

টঙ্গীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

টঙ্গীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার সকালে গাজীপুরা-সাতাইশ রোডের খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

এলাকাবাসী জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে খরতৈল এলাকার শাখা সড়ক পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button