শিরোনাম
ছাত্রদলের সমাবেশ শুরুরাশিয়ার নাকের ডগায় মার্কিন পারমাণবিক সাবমেরিন, স্নায়ুযুদ্ধ ২.০ কি শুরুগাজা দখল করতেই হবে, আল-আকসা কম্পাউন্ডে দাঁড়িয়ে ইসরায়েলি মন্ত্রীর ঘোষণাটমেটোর সংকর থেকে যেভাবে আলু এল, জানা গেল গবেষণায়নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণে বিএনপির কমিটিরাজধানীর নাবিস্কো মোড় থেকে বিদেশি পিস্তলসহ ২ ব্যক্তি আটকইউটিউবে এখন মিস্টার বিস্টের ধারেকাছে কেউ নেই, পেলেন বিশেষ বাটনএকসঙ্গে ২০ জনের সঙ্গে প্রেম, উপহারের আইফোন বেচে ফ্ল্যাটের মালিক তরুণীশহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, ঘোষণা আসবে ইশতেহারেরখণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে ছাত্রদলের নেতা–কর্মীরা, সবচেয়ে বড় ছাত্র সমাবেশের আশা

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় এক সাংবাদিক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় এক সাংবাদিক গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার ঘটনায় হাবিবুর রহমান সেলিম নামের এক সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই সাংবাদিককে তার নিজ বাড়ি রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, ‘আলদাতপুরে হিন্দুপল্লিতে হামলার ঘটনায়। ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের সরাসরি উসকিয়ে দেওয়ার অভিযোগে রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান সেলিমকে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের উসকে দেওয়ার অনেক ভিডিও ও অডিও থাকায় তাকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করে।

ওসি আরও জানান, আলদাতপুরে হিন্দুপল্লিতে ভাঙচুরের মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আজ রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button