শিরোনাম
গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় এক সাংবাদিক গ্রেপ্তারভারতের বিপক্ষে ১২৩ বছরের রেকর্ড কি ভাঙতে পারবে ইংল্যান্ডইউক্রেনে ফের রাশিয়ার ড্রোন হামলা, ধ্বংস জ্বালানি ডিপোএনভিডিয়ার পর ৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল মাইক্রোসফটট্রাম্পের শুল্কে কে-বিউটির বাজারে আগুনইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলটেরা শনাক্ত, প্রতিশোধ শুরু: তেহরানঘুষ নেওয়ার অভিযোগে বরিশাল বিমানবন্দর থানা পুলিশের বিরুদ্ধে তদন্তের দাবিবিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেনদুই বছর পর আবার মঞ্চে বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’কিডনি রোগে আক্রান্ত পত্রিকা বিক্রেতা শহিদুলের বাঁচার আকুতি

নাটোর চিনিকলের প্রহরীদের বেঁধে রেখে কারখানায় ডাকাতি

নাটোর চিনিকলের প্রহরীদের বেঁধে রেখে কারখানায় ডাকাতি

Ajker Patrika

নাটোর চিনিকলের প্রহরীদের বেঁধে রেখে কারখানায় ডাকাতি

নাটোর প্রতিনিধি 

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০: ৫৬

Photo

নাটোর চিনিকলে ডাকাতি। ছবি: আজকের পত্রিকা

নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাত দল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত ডাকাতির এ ঘটনা ঘটে।

চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, রোববার রাতে প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টির মধ্যে ৪০ থেকে ৫০ জনের একদল ডাকাত ট্রাক নিয়ে নাটোর চিনিকলে প্রবেশ করে। এ সময় ১২ জন নিরাপত্তা প্রহরীকে চিনিকলের কারখানার বয়লার সেকশনের একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে কারখানার বিভিন্ন দামি যন্ত্রাংশ লুট করে চলে যায়।

ভোর সাড়ে ৪টার সময় নিরাপত্তাপ্রহরীদের আরেকটি দল কারখানায় এসে জিম্মি প্রহরীদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় তাঁরা মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে নিরাপত্তা প্রহরীদের মিলের ভেতরে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ বিষয়ে নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক প্রশাসন মো. আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে পুলিশ কাজ শুরু করেছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button