শিরোনাম

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার

Ajker Patrika

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২২: ২৮

Photo

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদ্‌যন্ত্রে আগামীকাল শনিবার সকালে অস্ত্রোপচার করা হবে। আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ব্রিফিংয়ে বলেন, ‘ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে পাঁচটি ব্লক পাওয়া গেছে। তিনি সার্জন অধ্যাপক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা তাঁর জন্য ওপেন হার্ট সার্জারি নিরাপদ মনে করছেন। আমির নিজে ও তাঁর পরিবার এতে সম্মতি দিয়েছে। আগামীকাল সকালে সেখানে এই অস্ত্রোপচার হবে।’

দলের সিদ্ধান্তক্রমে আমিরের মোবাইল ফোন ব্যবহার সীমিত করা হয়েছে। সাক্ষাৎপ্রার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য আমির সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ব্রিফিংয়ে আমিরের রোগমুক্তির জন্য দোয়া করতে সবাইকে অনুরোধ করেছেন। সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মোয়াযযম হোসাইন হেলাল ও এহসানুল মাহবুব জুবায়ের ও প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ সেখানে উপস্থিত ছিলেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button