উল্টো পথে মোটরসাইকেল, ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত


চট্টগ্রামের সীতাকুণ্ডে উল্টো পথে আসা মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের (তেলের ভাউচার) সংঘর্ষে ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকার আব্দুল মালেকের ছেলে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুল আহাদ আরিফ (২০) এবং একই এলাকার বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে মো. জুয়েল (২৩)।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, রাতে আরিফ ও তাঁর বন্ধু জুয়েল ভাটিয়ারী থেকে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। তাঁরা মোটরসাইকেল নিয়ে মহাসড়কের ঢাকামুখী রোডে উল্টো পথে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় আরিফ ও জুয়েল ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন। তিনি জানান, মোটরসাইকেলটি উল্টো পথে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দুজন নিহত হন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।