শিরোনাম

ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠিত হলে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না: শাকিল উজ্জামান

ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠিত হলে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না: শাকিল উজ্জামান

ভোটের অনুপাতে উচ্চকক্ষ বাস্তবায়ন হলে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা শেষে তিনি এই কথা বলেন।

শাকিল উজ্জামান বলেন, ‘ভোটের অনুপাতে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক নির্বাচন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সংখ্যানুপাতিক নির্বাচনে উচ্চকক্ষ বাস্তবায়ন হলে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না।’

শাকিল আরও বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা জনগণের ম্যান্ডেট ছাড়াই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে স্বৈরাচারী কায়দায় জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। উচ্চকক্ষে ভোটের অনুপাতে সংখ্যানুপাতিক নির্বাচন হলে শেখ হাসিনার মতো কেউ আর স্বৈরাচারী হতে পারবে না।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button