শিরোনাম

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শাশুড়ি আটক

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শাশুড়ি আটক

নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেনের (৩২) স্ত্রী ও পার্শ্ববর্তী ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারের মেয়ে।

মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাশুড়ি ঘরে গিয়ে নিলার ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে এলাকাবাসী এগিয়ে যায় এবং পুলিশে খবর দেয়।

লালপুর থানা এবং ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শাশুড়ি মোছা. মর্জিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে মৃতের স্বামী মোজাফফর হোসেন ও শ্বশুর মো. খোশবার হোসেন পলাতক রয়েছেন।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে যৌথ একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িকে আটক করা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button