পানছড়িতে পাঁঠাসহ ভারতীয় যুবক আটক


খাগড়াছড়ির পানছড়িতে দুটি পাঁঠাসহ এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। আজ বৃহস্পতিবার উপজেলার সীমান্ত এলাকার লোগাং বাজার থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শ্রী জেমোসিং ত্রিপুরা (৪৫), তিনি ভারতের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার দেশরাইপাড়ার মৃত বিক্রম ত্রিপুরার ছেলে।
সূত্র জানায়, আজ উপজেলার সীমান্ত এলাকার লোগাং বাজার থেকে ক্রয় করে নিয়ে যাওয়ার সময় ৩ বিজিবির বৌদ্ধমনিপাড়া বিওপির টহল দল দুটি পাঁঠাসহ এক ভারতীয় অনুপ্রবেশকারী শ্রী জেমোসিং ত্রিপুরাকে আটক করে। সন্ধ্যায় বৌদ্ধমনিপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলীমের নেতৃত্বে আটক ব্যক্তিকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনি প্রক্রিয়া চলমান। তাঁকে আগামীকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।