শিরোনাম

আন্তদেশীয় বাণিজ্য বৃদ্ধিতে সোনামসজিদ স্থলবন্দরকে সম্প্রসারণ করা হবে: উপদেষ্টা সাখাওয়াত

আন্তদেশীয় বাণিজ্য বৃদ্ধিতে সোনামসজিদ স্থলবন্দরকে সম্প্রসারণ করা হবে: উপদেষ্টা সাখাওয়াত

Ajker Patrika

আন্তদেশীয় বাণিজ্য বৃদ্ধিতে সোনামসজিদ স্থলবন্দরকে সম্প্রসারণ করা হবে: উপদেষ্টা সাখাওয়াত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৭: ৩৮

Photo

সোনামসজিদ স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা

সোনামসজিদ স্থলবন্দরকে আন্তদেশীয় ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর সম্প্রসারণে কাজ করার কথা জানালেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতের লিংকআপের জন্য এই বন্দরকে সম্প্রসারণ করা দরকার। এ ছাড়া বন্দরের ইয়ার্ড ও মালামাল আনা-নেওয়ার রাস্তার অভাব থাকায় জিরো পয়েন্ট থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা দ্রুত নির্মাণ করার ঘোষণাও দেন তিনি।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহুরা নওসাবাসহ বন্দর সংশ্লিষ্টরা।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, অংশীজনদের সঙ্গে এই মতবিনিময় সভা সফল হওয়ায় খুশি বন্দর-সংশ্লিষ্টরা। ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের দাবিগুলো উপদেষ্টা গ্রহণ করেছেন এবং দাবিগুলো দ্রুত পূরণে আশ্বাস দিয়েছেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button