শিরোনাম
এবার বিপিএলকে চ্যালেঞ্জ জানাবে লঙ্কান প্রিমিয়ার লিগওভারতে কোহলিদের বিপক্ষে ক্রিকেট ম্যাচে লড়বেন মেসিউত্তরা থেকে গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩ নেতারাজধানীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৫ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াতরাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা কর্মকর্তা, তদন্তে আদালত গঠন: আইএসপিআর‘তাকে কয়েক মিনিটের জনপ্রিয়তা উপভোগ করতে দাও’, অভিযোগের জবাবে বললেন বিজয়অনাহারে ৯০ শিশুর মৃত্যুর পর গাজা সফরে যাচ্ছেন মার্কিন দূতপাল্টা শুল্ক প্রতিযোগীদের সমান এটাই স্বস্তির: বিজিএমইএ সভাপতিভারত ম্যাচে পাকিস্তানের জার্সি পরা দর্শক ঢুকতে না দেওয়ায় দুঃখ প্রকাশ

বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদেশি পিস্তল, গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার (৩০ জুলাই) দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী ব্রিজপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

আটক সাইদুর রহমান দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দিন গেনুর ছেলে। দামুড়হুদা উপজেলা পরিষদ গেটের বিপরীত পাশে সাইদুর ইলেকট্রনিকস নামের একটি দোকান রয়েছে সাইদুর রহমানের।

চুয়াডাঙ্গা সেনাক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত ভোররাতে সাইদুর রহমানের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানকালে তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘সেনাবাহিনী সাইদুর রহমানকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।’

এদিকে চুয়াডাঙ্গা সেনাক্যাম্প জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button