শিরোনাম
ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াতরাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা কর্মকর্তা, তদন্তে আদালত গঠন: আইএসপিআর‘তাকে কয়েক মিনিটের জনপ্রিয়তা উপভোগ করতে দাও’, অভিযোগের জবাবে বললেন বিজয়অনাহারে ৯০ শিশুর মৃত্যুর পর গাজা সফরে যাচ্ছেন মার্কিন দূতপাল্টা শুল্ক প্রতিযোগীদের সমান এটাই স্বস্তির: বিজিএমইএ সভাপতিভারত ম্যাচে পাকিস্তানের জার্সি পরা দর্শক ঢুকতে না দেওয়ায় দুঃখ প্রকাশ‘সমন্বয়ক’ পরিচয়ে গুলশানে চাঁদাবাজি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা জানে আলম গ্রেপ্তারএকদিনে এনবিআরের ৪৯ কর্মকর্তাকে বদলিশাপলা বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুজনেরবিবিসির প্রতিবেদন /বিশ্বজুড়ে শুল্ক আরোপ ট্রাম্পের সেই ‘জয়’, যার উচ্চমূল্য দিতে হবে সবাইকে

কিছু দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

কিছু দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

কিছুদিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। আইন মন্ত্রণালয়ের সংস্কার ও সমসাময়িক বিষয়ে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

কবে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, সেই প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।’

আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচনী কার্যক্রম তো নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদেরকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সব সময় বলেন।’

গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারেননি জানিয়ে একজন সাংবাদিক আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, সামনে আমরা ভোট দিতে পারব তো? জবাবে উপদেষ্টা বলেন, ‘অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই পারবেন।’

ভোট নিয়ে সরকারের উদ্যোগ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? ক্লাসে যখন যেতাম। জিজ্ঞেস করতাম ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছ, তারা হাসাহাসি শুরু করত। কেউ কেউ বলত স্যার ভোট দিয়েছি, তবে ১০-১২টা। ৯০ শতাংশ বলত তারা ভোট দেয়নি। যা হোক, আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।’

একজন সাংবাদিক আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ২০০৮ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচন হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন নেই। এরপরের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। আপনারা এবার কী করবেন যে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে?

জবাবে আসিফ নজরুল বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ২০০৮ এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮ এর নির্বাচন নিয়ে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button