শিরোনাম
পাল্টা শুল্ক প্রতিযোগীদের সমান এটাই স্বস্তির: বিজিএমইএ সভাপতিভারত ম্যাচে পাকিস্তানের জার্সি পরা দর্শক ঢুকতে না দেওয়ায় দুঃখ প্রকাশ‘সমন্বয়ক’ পরিচয়ে গুলশানে চাঁদাবাজি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা জানে আলম গ্রেপ্তারএকদিনে এনবিআরের ৪৯ কর্মকর্তাকে বদলিশাপলা বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুজনেরবিবিসির প্রতিবেদন /বিশ্বজুড়ে শুল্ক আরোপ ট্রাম্পের সেই ‘জয়’, যার উচ্চমূল্য দিতে হবে সবাইকেনজরুল বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের ঘটনা তদন্তে ইউজিসির কমিটিভারত-ইংল্যান্ডের খেলা দেখবেন কোথায়প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিল অনুমোদনে ঘুষ দাবির অভিযোগআ.লীগ নেতাকে বাড়িতে লুকানোর সুযোগ দিয়ে বহিষ্কার হলেন তাঁতী দলের সভাপতি

গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখার প্রতিবাদে ইতালিতে ৭০০ চিকিৎসকের অনশন

গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখার প্রতিবাদে ইতালিতে ৭০০ চিকিৎসকের অনশন

গাজায় লাখো ফিলিস্তিনিকে অনাহারের দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে প্রতীকী অনশন শুরু করেছেন মধ্য ইতালির তাসকান অঞ্চলের সাত শতাধিক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মী। তাঁরা বলছেন, গাজায় গণহত্যা চালিয়ে পুরো জনগোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখেছে ইসরায়েলি সরকার।

ইতালীয় পত্রিকা কোরিয়ের ফিওরেনতিনো জানিয়েছে, গত মঙ্গলবার তাসকানজুড়ে ৪০টির বেশি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে অনশন শুরু করেন ওই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দুপুরের খাবার খাচ্ছেন না তাঁরা।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, কর্মসূচি পালনকালে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়াচ্ছেন অনশনকারীরা। এ সময় গাজার পরিস্থিতিকে ‘কাঠামোগত গণহত্যা ও অনাহার’ হিসেবে উল্লেখ করছেন তাঁরা।

অনশনকারীরা এক বিবৃতিতে বলেছেন, ‘গাজার এই বিপর্যয়ে আমরা চুপ থাকতে পারি না। সেখানে ২১ মাসের যুদ্ধে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অনেকেই শিশু। এখন সেখানকার মানুষদের অনাহারে মারা হচ্ছে।’

বিবৃতিতে বলা হয়, ইতালির মানবাধিকারকর্মীরা এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন।

গাজায় ইসরায়েলের আগ্রাসনে কিছু ইউরোপীয় দেশ যে রাজনৈতিক ও সামরিক সমর্থন দিচ্ছে, বিবৃতিতে তার নিন্দা জানানো হয়।

গত ২ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে হওয়া চুক্তি বাস্তবায়ন করছে না ইসরায়েল। গাজার সীমান্ত বন্ধ রেখেছে জায়নবাদী রাষ্ট্রটি। এর ফলে খাদ্য ও জরুরি পণ্যবোঝাই ট্রাক সীমান্তে আটকে আছে; ভেতরে ঢুকতে পারছে না।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button