লামায় পাহাড় কাটায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা


অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বান্দরবানের লামায় বেসরকারি প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহম্মেদ জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা-৭-এর আলোকে কোয়ান্টাম ফাউন্ডেশন নামের এই প্রতিষ্ঠানকে ৫৫ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।
এ বিষয়ে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, এনফোর্সমেন্টের মামলায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে পাহাড় কাটার দায়ে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অধিদপ্তরের অভিযান চলমান থাকবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
উল্লেখ্য, পরিবেশ আইন অমান্য করে প্রায় এক যুগ আগে উপজেলার সরই ইউনিয়নে বিশাল পাহাড় কেটে দেশের সর্বোচ্চ উঁচু স্থানে ফুটবল মাঠ তৈরি করে আলোচনায় আসে কোয়ান্টাম ফাউন্ডেশন নামের এই প্রতিষ্ঠান।