শিরোনাম

কোচ সালাহ উদ্দীনকে ডেকে বিসিবি সভাপতি কী বলেছেন

কোচ সালাহ উদ্দীনকে ডেকে বিসিবি সভাপতি কী বলেছেন

Ajker Patrika

কোচ সালাহ উদ্দীনকে ডেকে বিসিবি সভাপতি কী বলেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২: ৪২

Photo

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কদিন আগে কথা হয়েছে মোহাম্মদ সালাহ উদ্দীনের। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন হয়েছেন গত বছরের নভেম্বরে। তিনি এই পদে আসার পর আট মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কত কিছুই তো ঘটেছে। ফারুক আহমেদের জায়গায় এ বছরের মে মাসে বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

নতুন বিসিবি সভাপতি বুলবুল কদিন আগে ডেকেছিলেন সালাহ উদ্দীনকে। বুলবুল তখন কী বলেছিলেন—এমনটা জানতে চাওয়া হলে সালাহ উদ্দীন তেমন কিছু খোলাসা করেননি। আজকের পত্রিকাকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এসব আসলে প্রকাশ্যে বলা যাবে না। আমার মনে হয় একটা ভালো দিক, যেকোনো পরিস্থিতিতে বোর্ড আমাকে ভালো সহায়তা করছে, যেন কাজের দিকে বেশি মনোযোগ রাখি। খেলায় তিনটা পার্ট থাকে। ক্রিকেটাররা খেলে, ম্যানেজমেন্ট আছে আর কর্মকর্তা আছে। সবকিছুর ওপর নির্ভর করে, আমাদের সামগ্রিক ক্রিকেটটা কীভাবে এগোবে। সমন্বয়টা যদি ঠিকমতো হয়, তাহলে হয়তো আমাদের ক্রিকেট এগোবে। এসব নিয়েই কথা হয়েছে।’

বুলবুল বিসিবির ১৬তম সভাপতি হিসেবে এ বছরের ৩০ মে নিযুক্ত হয়েছেন। এখন পর্যন্ত ফারুক, বুলবুল—বাংলাদেশের এই দুই ক্রিকেটারই হয়েছেন বিসিবি প্রধান। যেখানে বুলবুল টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। এ ছাড়া, দীর্ঘদিন আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আফগানিস্তানের মতো দল যে বর্তমানে এত শক্তিশালী হয়েছে, তাতে বুলবুলের অসাধারণ অবদান রয়েছে। নতুন বিসিবি সভাপতির ক্রিকেট জ্ঞানের প্রশংসা করেছেন সালাহ উদ্দীন। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সালাহ উদ্দীন বলেন, ‘বোর্ড সভাপতি বুলবুল ভাই নিজেও ক্রিকেটার ছিলেন। তিনি জানেন আসলে কী কী লাগবে। খুবই জ্ঞানী মানুষ। তাঁর ইচ্ছা আছে।’

বুলবুল যেদিন বিসিবির সভাপতি হয়েছেন, সেদিনই পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ। পাকিস্তান সফরে তখন বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। নতুন বিসিবি সভাপতির অধীনে বাংলাদেশ সেরা ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কা সফরে। সেই সফরে বাংলাদেশ ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লঙ্কানদের বিপক্ষে। একটি টেস্ট ড্র ও একটি ওয়ানডে জেতে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা লিটন দাস-তানজিদ হাসান তামিমরা ধরে রাখেন পাকিস্তান সিরিজেও। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে।

আরও পড়ুন:



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button