শিরোনাম
বিয়ে করতে ডেনমার্ক ছুটছেন বিদেশিরা, হলের সিরিয়াল পাচ্ছেন না স্থানীয়রামতবিরোধের কেন্দ্রে তত্ত্বাবধায়ক সরকার প্রধান মনোনয়নে ‘র‍্যাঙ্কড চয়েস ভোটিং’রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-গুলি, চেয়ারপারসনের উপদেষ্টাসহ আহত ৩০বিনা অনুমতিতে আমাকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ করছি: নুরুল কবির৭ আগস্ট ‘তাণ্ডব’-এর পাশাপাশি ওটিটিতে আসছে ‘উৎসব’২৫০ পর্বে ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনিবাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে হত্যা, থানায় মা-বাবার আত্মসমর্পণমাইনুল কবির নাইজেরিয়ায় হাইকমিশনার নিযুক্তগভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে: ড. ইউনূস

ওয়েস্ট ইন্ডিজকে ‘ধোলাই’ দিয়েও ভারতের রেকর্ড ভাঙতে পারল না অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজকে ‘ধোলাই’ দিয়েও ভারতের রেকর্ড ভাঙতে পারল না অস্ট্রেলিয়া

টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।

সাত ম্যাচের সাতটিতে হেরে বসা ওয়েস্ট ইন্ডিজ আজ বাংলাদেশ সময় ভোরে খেলতে নেমেছিল সান্ত্বনার জয়ের আশায়। কিন্তু সিরিজজুড়ে অস্ট্রেলিয়ার যে দাপুটে পারফরম্যান্স, তাতে সেই সান্ত্বনার জয়টুকু পাওয়া হলো না ক্যারিবীয়দের। সেন্ট কিটস এন্ড নেভিসে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া। একই সঙ্গে তিনটি টেস্ট ম্যাচ জেতায় পুরো সিরিজ ৮-০ ব্যবধানে জিতে নিল অজিরা। বিদেশের মাঠে কোনো সিরিজে এক ম্যাচ না হেরে সবচেয়ে বেশি জয়ের তালিকায় অস্ট্রেলিয়ার এই সফরটি রয়েছে যৌথভাবে দুইয়ে। একটা ম্যাচও না হেরে এক সফরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটি ভারতেরই রয়েছে। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ভারত জিতেছিল ৯-০ ব্যবধানে।

সেন্ট কিটস এন্ড নেভিসে সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে ২১৫ ও ২০৬ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। একই মাঠে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে অজিদের সামনে উইন্ডিজ দিয়েছে ১৭১ রানের লক্ষ্য। জয়ের লক্ষ্যে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৪.৪ ওভারে ৪ উইকেটে ৬০ রান। যেখানে পাঁচ নম্বরে নামা টিম ডেভিড ১২ বলে ৩০ রান করে আউট হয়েছেন। এক চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি।

কিছুটা বেকায়দায় পড়া অস্ট্রেলিয়াকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন ক্যামেরন গ্রিন ও মিচেল ওয়েন। পঞ্চম উইকেটে গ্রিন-ওয়েন গড়েন ২৯ বলে ৬৩ রানের জুটি। দশম ওভারের দ্বিতীয় বলে ওয়েনকে ফিরিয়ে বিধ্বংসী জুটি ভাঙেন আকিল হোসেন। ১৭ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩০ রান করেছেন ওয়েন। তবু অজিদের জয়ে সেটা মোটেও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ৩ ওভার হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নেয় মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের আকিল ৪ ওভারে ১৭ রানে পেয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ ও জেসন হোল্ডার।

টি-টোয়েন্টি সিরিজের পাঁচ ম্যাচের প্রত্যেকটিতেই টস জিতেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শ। সব ম্যাচেই তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আজ পঞ্চম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ ১৯.৪ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন শিমরন হেটমেয়ার। ৩১ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মেরেছেন। ৪ ওভারে ৪১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার বেন ডোয়ারশুইস নিয়েছেন ৩ উইকেট। নাথান এলিস পেয়েছেন ২ উইকেট। ৩ ফিফটিতে সিরিজে সর্বোচ্চ ২০৫ রান করে টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় ক্যামেরন গ্রিন। ১৬৪ স্ট্রাইকরেট ও ৬৮.৩৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন অজি এই অলরাউন্ডার।

বিদেশের মাঠে কোনো সিরিজে এক ম্যাচ না হেরে সবচেয়ে বেশি জয়ের তালিকায় অস্ট্রেলিয়ারই দুটি রেকর্ড যৌথভাবে দুইয়ে। এর আগে ২০০৫ সালে নিউজিল্যান্ড সফরে অজিরা জিতেছিল ৮ ম্যাচ। সেবার একটা ম্যাচ ড্র হয়েছিল। এ ছাড়া ১৯৮৩ সালে ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৮ ম্যাচ। ৪২ বছর আগের সেই সিরিজে তিন ম্যাচ ড্র হয়েছিল।

বিদেশের মাঠে কোনো সিরিজে অপরাজিত থেকে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড

দল জয় ড্র প্রতিপক্ষ সাল

ভারত ৯ ০ শ্রীলঙ্কা ২০১৭

অস্ট্রেলিয়া ৮ ০ ওয়েস্ট ইন্ডিজ ২০২৫

অস্ট্রেলিয়া ৮ ১ নিউজিল্যান্ড ২০০৫

ওয়েস্ট ইন্ডিজ ৮ ৩ ভারত ১৯৮৩



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button