কলকাতার প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন ‘চান্দু’


কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে কলকাতা নাইট রাইডার্স লিখেছে, ‘ধন্যবাদ চান্দু স্যার। চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে কাজ করতে চান না। অমূল্য অবদানের জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর কোচিংয়ে আমরা ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছি। তিনি একটি শক্তিশালী এবং লড়াকু দল তৈরি করেছিলেন। তাঁর নেতৃত্ব ও শৃঙ্খলা আমাদের দলকে প্রভাবিত করেছিল।’
চন্দ্রকান্তের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়ে কেকেআর আরও লিখেছে, ‘আপনার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আমরা। একজন নাইট, সব সময় নাইট। কলকাতা সব সময় আপনার ঘর থাকবে।’
চন্দ্রকান্ত কেনে পদত্যাগ করলেন, এর স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, গত আইপিএলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি দল। কোচ চন্দ্রকান্তকে নিয়েও অসন্তুষ্ট ছিলেন কেকেআর কর্তৃপক্ষের একাংশ। শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। চন্দ্রকান্তের সঙ্গে নতুন করে আর চুক্তি হচ্ছে না। কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছেন, দু’পক্ষ সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে।
২০২৫ সালের আইপিএল পর্যন্ত চুক্তি ছিল চন্দ্রকান্তের সঙ্গে। ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর ২০২৩ সালে চন্দ্রকান্তকে কোচ হিসেবে নিয়োগ দেয় কেকেআর।