শিরোনাম
গাছে ঝুলিয়ে কুকুর পিটিয়ে হত্যামাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল খামারিরচট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও ক্রিম জব্দওভালে মাঠকর্মীর সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি গম্ভীরেরওসির বিরুদ্ধে ছেলেকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে অঝোরে কাঁদলেন মাঠিকাদার অফিসে ডাকাতি, সাড়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ১০ আগস্ট জাতীয় নির্বাচনের খসড়া ভোটার তালিকা দেবে ইসি, ৪৫ লাখ নতুন মুখবেলকুচিতে সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৯জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে: শাকিল উজ্জামানগাইবান্ধায় অবৈধ চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

পানিতেও চলে এই ৫ গাড়ি

পানিতেও চলে এই ৫ গাড়ি

একটা সময় ছিল, যখন রূপকথায় বা হলিউড সিনেমায় দেখা যেত, একই গাড়ি পানিতে চলছে, আবার ডাঙায়ও দৌড়াচ্ছে। অনেকে ভাবতেন, এসব শুধুই কল্পনা। কিন্তু প্রযুক্তির অগ্রগতিতে এমন কল্পনাই আজ বাস্তবে রূপ নিচ্ছে।

জল ও স্থলে সমানভাবে চলতে পারে—এমন কিছু গাড়ি বাজারে রয়েছে। এই ধরনের গাড়িকে বলা হয় অ্যামফিবিয়ান ভেহিকল বা দ্বৈত মাধ্যমে চলতে পারা গাড়ি।

প্যানথার

ক্যালিফোর্নিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ওয়াটার কার তৈরি করেছে প্যানথার নামে জিপের মতো দেখতে এই গাড়ি। এর বিশেষত্ব হলো, এটি পানিতে নেমে কয়েক সেকেন্ডের মধ্যে একটি স্পিডবোটে রূপ নেয়। পানিতে নামলে এই গাড়ির চারটি চাকা ভাঁজ হয়ে যায় এবং লুকিয়ে থাকা জেট চালু হয়। ফলে এটি পানির ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার গতিতে চলতে পারে। আর রাস্তায় ছুটতে পারে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার গতিতে।

ছবি: টপ গিয়ার
ছবি: টপ গিয়ার

রিনস্পিড এসকিউবা

যাঁরা জেমস বন্ডের ‘দ্য স্পাই হু লাভড মি’ সিনেমা দেখেছেন, তাঁরা নিশ্চয় মনে করতে পারবেন পানির নিচে চলা সেই কাল্পনিক গাড়ির কথা। সুইজারল্যান্ডের রিনস্পিড নামের একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে এসকিউবা নামে একটি গাড়ির মডেল তৈরি করে। গাড়িটি পানির ১০ মিটার গভীর পর্যন্ত ডুবতে পারে। এর ছাদ খোলা থাকে বলে ডুবন্ত অবস্থায় যাত্রীদের পরতে হয় অক্সিজেন মাস্ক। পুরো সিস্টেমটি চলে ইলেকট্রিক মোটরে।

ছবি: টপ গিয়ার
ছবি: টপ গিয়ার

গিবস একুয়াডা

২০০৪ সালে বিখ্যাত উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসন এই গাড়ি চালিয়ে ইংলিশ চ্যানেল পার হন মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিটে। দেখতে অনেকটা স্পোর্টস কারের মতো হলেও এটি একটি অ্যামফিবিয়ান গাড়ি। মানে এটি একই সঙ্গে জল ও স্থল—দুই জায়গায় চলতে পারে। স্থলপথে এটি ঘণ্টায় ১০০ মাইল গতিতে চলে। আর পানির ওপরে এর গতি প্রতি ঘণ্টায় ৩০ মাইল।

ছবি: টপ গিয়ার
ছবি: টপ গিয়ার

সি লায়ন

এই গাড়ি মার্ক উইট নামে একজন উদ্ভাবক ছয় বছর ধরে নিজ হাতে তৈরি করেছেন। গাড়িটির কাঠামো তৈরি হয়েছে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে মাজদার রোটারি ইঞ্জিন। গাড়িটি রাস্তায় ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার এবং পানিতে প্রায় ৯০ কিলোমিটার গতিতে চলতে পারে।

ছবি: টপ গিয়ার
ছবি: টপ গিয়ার

অ্যামফিকার

ষাটের দশকে তৈরি হওয়া অ্যামফিকার পৃথিবীর প্রথম ভাসমান গাড়ি হিসেবে বাজারে আসে। এটি দেখতে সাধারণ গাড়ির মতো হলেও এর পেছনে লাগানো ছিল দুটি পাখার মতো যন্ত্র। রাস্তা থেকে সরাসরি নদীতে নেমে পড়লে গাড়ির পাখাগুলো ঘুরতে শুরু করত। এই গাড়ি দিয়ে ১৯৬৫ সালে ইংলিশ চ্যানেল পার হয়েছেন দুজন চালক।

আজকের প্রযুক্তি ভবিষ্যতের কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে। জল, স্থল—দুই জায়গায় চলতে সক্ষম এই গাড়িগুলো শুধু বিলাসিতার প্রতীক নয়; বরং এগুলো দুর্যোগে উদ্ধারকাজ, পর্যটন ও সামরিক ব্যবহারেও কাজে লাগতে পারে। হয়তো ভবিষ্যতে এমন দিনও আসবে, যখন রাস্তায় আটকে গেলে মানুষ পানিতে নামিয়ে গাড়ি চালিয়ে অফিসে পৌঁছে যাবে।

সূত্র: টপ গিয়ার



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button