শিরোনাম

দেবীকে দেখে ফেরার পথে লুধিয়ানায় শিশুসহ নিহত ৬, নিখোঁজ আরও ৫

দেবীকে দেখে ফেরার পথে লুধিয়ানায় শিশুসহ নিহত ৬, নিখোঁজ আরও ৫

নয়না দেবীর দর্শন সেরে পূজা দিয়ে ফিরছিলেন। কিন্তু ভক্তিভরা সেই যাত্রাপথ শেষ হলো না অনেকের। পাঞ্জাবের লুধিয়ানা জেলায় গতকাল রোববার রাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। তীর্থদর্শন শেষে ফিরছিলেন ২৫ জন পুণ্যার্থীকে নিয়ে একটি মিনি ট্রাক। ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান, আর সোজা গাড়িটি পড়ে যায় পানিস্ফীত সিরহিন্দ খালে।

স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে দুই শিশুসহ অন্তত ছয়জন। এখন পর্যন্ত নিখোঁজ পাঁচজনের খোঁজে আজ সোমবার সকাল থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে। আহত ব্যক্তিদের লুধিয়ানার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মালেরকোটলা রোডের জাগেরা ব্রিজের কাছে, দেহলোন গ্রামের পাশে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তীর্থযাত্রীরা হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার খ্যাতনামা পাহাড়চূড়ার নয়না দেবী মন্দিরে পূজা দিয়ে ফিরছিলেন মানাকওয়ালা গ্রামের উদ্দেশে। প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, ‘আমাদের গাড়ির চালক একটি গাড়িকে ওভারটেক করার সময়ই আচমকা ব্যালেন্স হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে ট্রাকটি উল্টে খালে পড়ে যায়।’

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছান লুধিয়ানার ডেপুটি কমিশনার হিমাংশু জৈন, সিনিয়র পুলিশ সুপার জ্যোতি যাদব, স্থানীয় বিধায়ক মনবিন্দর সিং গিয়াসপুরাসহ প্রশাসনের শীর্ষকর্তারা। শুরু হয় উদ্ধার অভিযান।

এসপি জ্যোতি যাদব বলেন, ‘ঘটনার পরপরই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুঃখের বিষয়, এই ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খালের ওই অংশে রেলিং বা নিরাপত্তাব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে। প্রশাসন জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং মৃতদের পরিবারকে সব রকম সাহায্য করা হবে।

তবে এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তীর্থযাত্রা যত পবিত্রই হোক, অব্যবস্থাপনা ও অতিরিক্ত ভিড়ের কারণে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button