আবু সাঈদ হত্যার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ


বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিন এই মামলায় গ্রেপ্তার থাকা ছয় আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন এসআই আমীর হোসন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন সময়ে বেরোবির ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, বেরোবির সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।
এর আগে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে প্রাথমিক সত্যতা থাকায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী সাত আগস্ট দিন ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল। এ দিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, পলাতক ব্যক্তিদের হাজির হতে নির্দেশ অনুযায়ী দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। পরে আদালত ৭ আগস্টপরবর্তী দিন ধার্য করে দেন।
আশুলিয়ায় লাশ পোড়ানোর এই মামলায় ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে আটজন গ্রেপ্তার রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ ছাড়া জুলাই-আগস্টের আন্দোলনে লক্ষ্মীপুরে পাঁচজন নিহতসহ হতাহতের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। তাঁরা হলেন লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী, সালাহ উদ্দিন জাবেদ ও শাহীন আলম। তাঁরা অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।