শিরোনাম
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: পার্লামেন্টে জয়শঙ্করআগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠিকঙ্গো-রুয়ান্ডার শান্তি চুক্তির ফাঁকে খনিজ সম্পদ লুটের ধান্ধায় ট্রাম্পফারাজ করিমের ঘরের দরজায় ঝুলছে দুদকের নোটিশমুক্তিপণ নেওয়ার পরও ৩৫ জিম্মিকে হত্যা করল অপহরণকারীরাওয়াক্ফ এস্টেটগুলোর সংকট উত্তরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, দ্রুত সমাধান চাইলেন মোতোয়ালিরাসুন্দরগঞ্জে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দগণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজিরা আবার রাজপথে নামবে: মঞ্জুইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিতসাদিক খান ঘৃণ্য লোক, ভয়াবহ কাজ করছেন: ট্রাম্প

উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে তদন্তে জেলা বিএনপি

উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে তদন্তে জেলা বিএনপি

সিরাজগঞ্জের তাড়াশে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুটের ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। আজ সোমবার জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিতে রয়েছেন জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ভিপি শামীম খান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও আফসার আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির দৃষ্টিগোচর হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে তদন্ত কমিটিকে নিরপেক্ষ ও সুষ্ঠু অনুসন্ধান করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে সিরাজগঞ্জ শহরের মাছ ব্যবসায়ী আব্দুস সালামের লিখিত অভিযোগের ভিত্তিতে ২৫ জুলাই জাতীয় দৈনিক নিউজ পোর্টালসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।

প্রতিবেদনে বলা হয়, তাড়াশ উপজেলার মাধাইনগর সংঘইপাড়া গ্রামের ৩২ বিঘা আয়তনের ‘সংঘই দীঘি পুকুর’ নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সুফলভোগীদের কাছ থেকে সাবলিজ নিয়ে মাছ চাষ করছিলেন আব্দুস সালাম। ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও সম্প্রতি আমিনুর রহমান টুটুল ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাছ চাষে বাধা ও হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, ১৭ জুলাই ভোরে ও ২১ জুলাই দুপুরে দুই দফায় পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে পুকুরে জাল ফেলে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুট করেন টুটুলের লোকজন। এ সময় বাধা দিলে পাহারাদার আব্দুল খালেক ও স্থানীয় শহিদুল ইসলামকে মারধর করা হয় এবং গুম-খুনের হুমকিও দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া ঘটনার পর ১৮ জুলাই তাড়াশ থানায় ও ২৩ জুলাই জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন আব্দুস সালাম। একই সঙ্গে পুলিশ সুপার, ইউএনও ও নিমগাছী আর্মি ক্যাম্পেও অনুলিপি পাঠানো হয়।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button