শিরোনাম
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: পার্লামেন্টে জয়শঙ্করআগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠিকঙ্গো-রুয়ান্ডার শান্তি চুক্তির ফাঁকে খনিজ সম্পদ লুটের ধান্ধায় ট্রাম্পফারাজ করিমের ঘরের দরজায় ঝুলছে দুদকের নোটিশমুক্তিপণ নেওয়ার পরও ৩৫ জিম্মিকে হত্যা করল অপহরণকারীরাওয়াক্ফ এস্টেটগুলোর সংকট উত্তরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, দ্রুত সমাধান চাইলেন মোতোয়ালিরাসুন্দরগঞ্জে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দগণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজিরা আবার রাজপথে নামবে: মঞ্জুইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিতসাদিক খান ঘৃণ্য লোক, ভয়াবহ কাজ করছেন: ট্রাম্প

২৪ বছর পর রাকসুর তফসিল, ভোট ১৫ সেপ্টেম্বর

২৪ বছর পর রাকসুর তফসিল, ভোট ১৫ সেপ্টেম্বর

দীর্ঘ দুই যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসাইনের পক্ষে সদস্য অধ্যাপক এনামুল হক এই তফসিল ঘোষণা করেন।

এতে ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ আগস্ট ও ১০ থেকে ১২ আগস্ট ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৭ থেকে ১৯ আগস্ট মনোনয়নপত্র বিতরণ ও ২১, ২৪ ও ২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল করতে হবে।

তফসিলে আরও বলা হয়, ২৭ থেকে ২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৫ সেপ্টেম্বর প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ হবে। একই দিনে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

এ সময় নির্বাচনে নিরাপত্তা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের নির্বাচনের ভোট গ্রহণের আগপর্যন্ত সার্বিকভাবে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।’

উল্লেখ্য, ১৯৫৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ১৯৯০ সালের পর থেকে প্রায় ৩৫ বছর ধরে রাকসু নির্বাচন বন্ধ থাকে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button